দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
১২ জুন ২০১৯ ০৬:০০
দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাকচাপায় আনোয়ার হোসেন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুন) রাত সাড়ে ৯টার উপজেলার নিজামপুরে এ দুর্ঘটনা ঘটে। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুল এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত আনোয়ার উপজেলার শহরগ্রাম ইউপির মুটুকপুর গ্রামের বাসিন্দা।
ওসি এ টি এম গোলাম রসুল জানান, রাতে বিরল উপজেলা থেকে মোটরসাইকেলে করে বোচাগঞ্জ উপজেলায় যাচ্ছিলেন আনোয়ার। পথিমধ্যে নিজামপুর এলাকায় এলে সেতাবগঞ্জগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
সারাবাংলা/এমএইচ