Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাছের সঙ্গে ধাক্কা খেল বাস, প্রাণ গেল হেলপারের


১২ জুন ২০১৯ ০৪:১৮

মেহেরপুর: মেহেরপুরে গাংনীতে সড়ক দুর্ঘটনায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের চালকের সহকারী শাহিন হোসেন (৩৫) মারা গেছেন। মঙ্গলবার (১১ জুন) বিকেলে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়ায় মেসার্স গাংনী ফিলিং স্টেশনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকার  এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত শাহিন হোসেনের বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দপুর গ্রামের। তার বাবার নাম সোনা মন্ডল।

বিজ্ঞাপন

ওসি হরেন্দ্রনাথ জানান, মেহেরপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস বাশবাড়িয়ায় গাংনী ফিলিং স্টেশনের সামনে  মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সয়ম বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে শ্যামলী পরিবহনের সামনে থাকা চালকের সহকারী (হেলপার) শাহিন হোসেনের দুটি পা গাছ ও গাড়ির সামনের অংশের সঙ্গে আটকে যায়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

সারাবাংলা/এমএইচ

মেহেরপুর সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর