রুটিন চেকআপে অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন অর্থমন্ত্রী
১১ জুন ২০১৯ ২৩:৩৭ | আপডেট: ১২ জুন ২০১৯ ১৯:০২
ঢাকা: বাজেট উপস্থাপনের দুইদিন আগে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নিয়মিত চেকআপ করিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় তিনি হাসপাতালে যান।
অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানে হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সম্পূর্ণ সুস্থ আছেন। আগামী ১৩ জুন বৃহস্পতিবার তিনি ২০১৯-২০ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন।
আগামী অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা হতে পারে। নতুন ভ্যাট আইন ঘোষণা আসন্ন বাজেট পেশের আলোচিত বিষয়। যা বাজেট ঘোষণার দিন থেকেই কার্যকর করা হবে।
সারাবাংলা/জেজে/কেকে