Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানে পুনর্বাসন কেন্দ্রে আগুন: নিহত ১১


১ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৮ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৯

সারাবাংলা ডেস্ক

বুধবার রাতে জাপানে একটি পুনর্বাসন কেন্দ্রে আগুন লেগে ১১ জন নিহত হয়েছে। গরিব মানুষদের জন্য এই পুনর্বাসন কেন্দ্রটিতে থাকার ব্যবস্থা ছিল

জাপানের সম্প্রচার মাধ্যম এনএইচকেতে দেখা যায়, পুনর্বাসনকেন্দ্রের বাড়িটিতে জ্বলছে।

বাড়িটিতে ১৬ জন মানুষ বাস করতেন তাদের মধ্যে ৫ জনকে দমকল কর্মীরা নিরাপদে বের করে আনেন। বাকি ১১ জন আগুনে মারা গিয়েছেন।
জাপানের উত্তরের শহর সাপ্পোরোর এই তিনতলা বাড়িতে মূলত দরিদ্র-প্রবীণ মানুষরা বাস করতেন।

এনএইচকের সেই রিপোর্টে বলা হয়, বাড়িটি একটি সংস্থা চালাতো যারা গরিব অসহায় মানুষদের কম খরচে জীবন ধারণ করা এবং কাজ খোঁজার বিষয়ে সহযোগিতা করত।

দমকল কর্তৃপক্ষ এই আগুনের কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। এর আগেও ২০১০ সালে সাপ্পোরোতেই একটি প্রবীণবাসে আগুন লাগার ঘটনায় ৭ জন নিহত হন।

সারাবাংলা/এমএ

আগুন জাপান সাপ্পোরো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর