Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যু: ট্রাকচালকের ৬ বছরের কারাদণ্ড


১১ জুন ২০১৯ ২১:০০

চট্টগ্রাম ব্যুরো: সাড়ে ৩ বছর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর ঘটনায় এক ট্রাকচালককে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ জুন) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকার এই রায় দিয়েছেন।

দণ্ডিত ট্রাকচালক মো. মোস্তাকিন হোসেন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওই আদালতের পেশকার মো. মামুনুর রশিদ।

তিনি সারাবাংলাকে জানান, সড়কে বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে দণ্ডবিধির ২৭৯ ধারায় তিন বছর এবং মৃত্যু ঘটানোর অভিযোগে ৩০৪ (বি) ধারায় আরও তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পৃথক ধারায় দেওয়া সাজা একটির পর আরেকটি কার্যকর হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন।

২০১৫ সালের ১২ অক্টোবর ভোরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় ঘরতাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে সাতজনের মৃত্যু হয়। মৃতরা হলেন- কালাম মিয়া (৪৫), সাইফুল (৪০), রুবেল (২৫), টিপু (৪৫), মনিরুদ্দিন (৪৫), আলম (৩৫), আজাদ (২৫)। তারা সবাই ওই ট্রাকে করে আসা শ্রমিক ছিলেন।

পেশকার মামুনুর রশিদ সারাবাংলাকে জানান, সাতজনের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় ২০১৫ সালের ২৫ নভেম্বর ট্রাকচালক মোস্তাকিনকে গ্রেফতার করে পুলিশ। একই বছরের ২৩ ডিসেম্বরে মোস্তাকিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মো. ফরিদ উদ্দিন। মামলায় চালকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমএইচ

কারাদণ্ড চট্টগ্রাম সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর