Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেকার ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের নেই: সমাজকল্যাণমন্ত্রী


১১ জুন ২০১৯ ২১:০০ | আপডেট: ১১ জুন ২০১৯ ২১:৪৭

সংসদ ভবন থেকে: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন,  শিক্ষিত বেকার জনগোষ্ঠীর ভাতা দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। সংসদ অধিবেশনে মঙ্গলবার (১১ জুন) প্রশ্নোত্তর পর্বে সমাজকল্যাণমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী অন্য প্রশ্নের জবাবে বলেন, প্রত্যেকটি উপজেলায় একটি করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে সরকারি এতিমখানা স্থাপন করা হবে। এই প্রকল্পটি মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত।

বিজ্ঞাপন

এদিন সরকার দলীয় এমপি শফিকুল ইসলাম শিমুল ও নারী সংসদ সদস্য (এমপি) বেগম হাবিবা রহমান খান সমাজকল্যাণমন্ত্রীর কাছে প্রশ্ন উত্থাপন করেন। এছাড়া সৈয়দা রুবিনা আক্তার মন্ত্রীকে লিখিত প্রশ্ন করেন।

বেগম হাবিবা রহমান খানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের প্রতিটি জেলা সদরে কোনো কোনো উপজেলায় একাধিক সর্বমোট ৮৫টি সরকারি শিশু পরিবার (এতিমখানা) পরিচালিত হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রতি উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার নামে সরকারি এতিমখানা স্থাপন করার বিষয়টি মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত।’

হাবিবা রহমান খানের অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে ঢাকার মিরপুরে একটি অটিজম রিসোর্স সেন্টার আছে। এছাড়া এ ফাউন্ডেশনের আওতায় দেশের ৬৪ জেলায় এবং ৩৯টি উপজেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চালু আছে। এখানে একটি করে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে একটি করে অটিজম কর্নার রয়েছে। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী প্রতিটি উপজেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে। এগুলো চালু হলে সেখানে একটি করে অটিজম কর্নার চালু করা হবে।

বিজ্ঞাপন

সৈয়দা রুবিনা আক্তারের লিখিত প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘পল্লী অঞ্চলে বসবাসরত হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও পিছিয়েপড়া জনগোষ্ঠীর দারিদ্র নিরসন ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রতি উপজেলায় দারিদ্র্য নিরসন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেগুলো হচ্ছে পল্লী সমাজসেবা (আর এস এস) কার্যক্রম, দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনবার্সন কার্যক্রম ও পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি)।’

সারাবাংলা/এএইচএইচ/এমএইচ

জাতীয় সংসদ বেকার ভাতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর