Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী উপজেলা চেয়ারম্যানের গেজেট প্রকাশে বাধা নেই


১১ জুন ২০১৯ ১৯:২৪

ঢাকা: নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এম এইচ শওকত রেজা চৌধুরীর প্রার্থীতা ফিরে পাওয়ার নির্দেশনা চেয়ে করা রিট উত্থাপিত হয়নি মর্মে তা খারিজ করেছেন হাইকোর্ট। এ আদেশের ফলে তার প্রার্থীতা টিকলো না এবং নির্বাচন করার কোনো সক্ষমতা রইলো না বলে জানিয়েছেন আইনজীবী। একইসঙ্গে নির্বাচিত সরকার দলীয় (নৌকা প্রতীক) এ কে এম সামছুদ্দিন জেহানের পদের গেজেট প্রকাশে আর কোনো বাধা নেই।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ জুন) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার। তার সঙ্গে ছিলেন মো. সিরাজুল আলম ভুইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মুরাদ রেজা ও ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও প্রতিকার চাকমা।

পরে আইনজীবী আমিন উদ্দিন মানিক জানান, আগামী ১৮ জুন এই উপজেলা নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারিত রয়েছে। রিট আবেদনকারীসহ তিন জন প্রার্থী ছিল উপজেলা চেয়ারম্যান পদে। এর মধ্যে রিটানিং অফিসার দুজন চেয়ারম্যান প্রার্থীকে বৈধ ঘোষণা করেন। তারা হলেন, এ কে এম সামছুদ্দিন জেহান (আওয়ামী লীগ) ও বোরহান উদ্দিন আহমেদ (জাতীয় পার্টি)।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী এম এইচ শওকত রেজা চৌধুরীর মনোনয়ন পত্র বাতিল করা হয়। ২৮ হাজার ৪৩৫ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় পল্লিবিদ্যুতের করা মামলার তথ্য গোপন করার অভিযোগে ২৩ মে তার প্রার্থীতা বাতিল করেন রিটানিং কর্মকর্তা।

এদিকে বৈধ দুই প্রার্থীর মধ্যে (জাতীয় পার্টির) বোরহান উদ্দিন আহমেদ গত ২৯ মে তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এর ফলে, গত ৩০ মে এ কে এম সামছুদ্দিন জেহান (আওয়ামী লীগ) একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এর পর প্রার্থীতা ফিরে পেতে ২৯ মে নির্বাচন কমিশনে আপিল করেন স্বতন্ত্র প্রার্থী এম এইচ শওকত রেজা চৌধুরী আপিল খারিজ হয়। সেখানে ব্যর্থ হয়ে তিনি প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য রিট আবেদন করেন। ওই রিটের শুনানিতে আজ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে আদেশ দেন হাইকোর্ট। ফলে, তার প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকলো না।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/এমআই

চেয়ারম্যান নোয়াখালী উপজেলা নির্বাচন হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর