Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে স্কিম তৈরি কেন নয়: হাইকোর্ট


১১ জুন ২০১৯ ১৫:৫৭ | আপডেট: ১১ জুন ২০১৯ ১৬:২৬

ঢাকা: ধর্ষণে ক্ষতিগ্রস্ত নারী ও শিশুদের ক্ষতিপূরণে স্কিম (প্রকল্প) তৈরির কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১১ জুন) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে ধর্ষণের পর হত্যার ঘটনায় টাঙ্গাইলের শাহীনুর আক্তার ওরফে তানিয়া ও রাজশাহীর সুমাইয়া আক্তার বর্ষার পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তা রুলে জানতে চেয়েছেন।

আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিবসহ ১১ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ধর্ষণের ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষে গত ২৬ মে রিট দায়ের করা হয়। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম।

সারাবাংলা/এজেডকে/এমআই

ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণে স্কিম (প্রকল্প) তৈরি ধর্ষণ বিচারপতি খায়রুল আলম বিচারপতি ফারাহ মাহবুব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর