Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ওসি মোয়াজ্জেমকে ধরতে না পারলে হাইকোর্টে রিট’


১১ জুন ২০১৯ ১৫:৪০

ঢাকা: ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে আগামী ১৬ জুনের মধ্যে গ্রেফতার করা না হলে অথবা তিনি আত্মসমর্পণ না করলে সংশ্লিষ্টদের ব্যর্থতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হবে। মামলার বাদী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন মঙ্গলবার (১১ জুন) সুপ্রিমকোর্ট অ্যানেক্স কোর্টের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন।

ওই ওসির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলার বাদী ব্যারিস্টার সায়েদুল হক সুমন। তিনি বলেন, ‘ওসি মোয়াজ্জেমের খুঁটির জোর কোথায়? আগামী তিনদিনের মধ্যে তাকে পুলিশ প্রশাসন যদি গ্রেফতার করতে ব্যর্থ হয় বা তিনি আত্মসমর্পন না করেন তাহলে আগামী ১৬ জুন হাইকোর্টে সংশ্লিষ্টদের ব্যর্থতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘গত ২৭ মে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। নুসরাতের পরিবারসহ সারাদেশের মানুষ অপেক্ষা করছে কখন পলাতক ওসি মোয়াজ্জেম হোসেন গ্রেফতার হবেন বা আইনের আওতায় আসবেন। আমরা ভেবেছিলাম, আজকে তিনি হাইকোর্টে আগাম জামিন নিতে আসবেন। কিন্তু তার মামলাটি হাইকোর্টের কার্যতালিকায় ওঠেনি। মনে হচ্ছে এর মাধ্যমে তিনি সময়ক্ষেপণ করে আমাদের ও জাতির সঙ্গে ইঁদুর বিড়াল খেলছেন। এ সপ্তাহে হাইকোর্টের আর মাত্র দুদিন অবকাশকালীন বেঞ্চ বসবে। আগামী ১৬ জুন রোববার থেকে হাইকোর্টের নিয়মিত বেঞ্চ বসবে। তাই এ সময়ের মধ্যে মোয়াজ্জেমকে গ্রেফতার না করা হলে আমি বাদি হয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ব্যর্থতা কেন অবৈধ বলে ঘোষণা করা হবে না তা নিয়ে হাইকোর্টে রিট দায়ের করবো।’

তিনি আরও বলেন, ‘ওসি মোয়াজ্জেম পুরোপুরি বহিষ্কৃত হননি, সাময়িক বরখাস্ত হয়েছেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন। আর কতটা সময় নিলে মনে হবে পুলিশ প্রসাশন তাকে গ্রেফতারে ব্যর্থ হয়নি? আমি জানি, পুলিশ প্রসাশন চাইলে এমন কোনো কাজ নেই যে তারা করতে পারে না। অসংখ্য উদাহরণ আছে যে, ২৪ ঘণ্টার মধ্যেও তারা আসামি ধরেছে। নুসরাত হত্যাকাণ্ডের মামলায় ১৬ জন আসামিকে তারা বিভিন্ন জায়গা থেকে ধরে এনেছেন। পিবিআই একমাস তদন্ত করে তদন্ত প্রতিবেদন দিয়েছেন এবং এই প্রতিবেদন পুলিশের হাতে ছিল। প্রতিবেদনে তিনি (মোয়াজ্জেম) দোষী সাব্যস্ত হয়েছে। তবে এ পর্যায়েও কেনো তারা (পুলিশ) তাকে (মোয়াজ্জেম) চোখেচোখে রাখতে পারলেন না? ওসি মোয়াজ্জেমকে ধরতে যত দেরি হচ্ছে ততই মানুষের মধ্যে বিশ্বাস প্রবল হচ্ছে যে, তারা (পুলিশ) ওসি মোয়াজ্জেমকে ধরতে চাচ্ছেন কি না?’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/এমআই

ওসি মোয়াজ্জেম নুসরাত হত্যা ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর