ঐক্যফ্রন্টকে দায়িত্বশীল ভূমিকায় দেখতে চায় আওয়ামী লীগ
১১ জুন ২০১৯ ১৪:৫০ | আপডেট: ১১ জুন ২০১৯ ১৪:৫৩
ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টকে দায়িত্বশীল ও শক্তিশালী ভূমিকায় দেখতে চায় আওয়ামী লীগ। মঙ্গলবার (১১ জুন) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের যৌথসভার শুরুতে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘ঐক্যফ্রন্টের ঐক্য থাকুক এটা আমরাও চাই। বাংলাদেশের শক্তিশালী দায়িত্বশীল বিরোধীদল গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য শুভ। ’
আসছে ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে কাদের বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মরণিকা প্রকাশ, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হালকা আলোকসজ্জার ব্যবস্থা করা হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঐক্যফ্রন্টে কোনো ঐক্য নেই। আমরা এটা চাই না। আমরা চাই দেশে একটা দায়িত্বশীল বিরোধীদল গড়ে উঠুক। তাদের রাজনীতি হচ্ছে বিরোধিতার জন্য বিরোধিতা করা। শেখ হাসিনার অর্জন দেখার জন্য তাদের এখন পাওয়ার চশমা লাগবে ‘
‘খালেদা জিয়ার কারামুক্তির ব্যাপারে কোনো আন্তর্জাতিক চাপ রয়েছে কি না’- এমন প্রশ্নের জবাবে বিষয়টি নাকচ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কোনো চাপ নেই। তবে বিএনপি বারবার আন্তর্জাতিক মহলের কাছে ধর্ণা দিচ্ছে, নালিশ করছে। ’
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বেগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা খারাপ এটা চিকিৎসকরা বলছেন না। বিএনপি যদি তার স্বাস্থ্য পরীক্ষা করে থাকে তাহলে ভিন্ন কথা।’
কাদের আরও বলেন, ‘বিএনপি মূলত খালেদার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে। ’
প্রেসব্রিফিংয়ে আরও জানানো হয়, দলীয় প্রধান শেখ হাসিনা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৪ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলা পর্যায়ের দুজন প্রবীণ নেতাকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকীর বৃহৎ কার্যক্রমের মধ্যে এখন সেটা সম্ভব নয়। তাই এই সংবর্ধনা অনুষ্ঠান হবে মুজিববর্ষে।
যৌথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, দলের সাংগঠনিক সম্পাদক ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দলের আইনবিষয়ক সম্পাদক এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম আতিক, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন প্রমুখ।
সারাবাংলা/এমএমএইচ/পিটিএম