নিউ ইয়র্কে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলটের মৃত্যু
১১ জুন ২০১৯ ১১:০৬ | আপডেট: ১১ জুন ২০১৯ ১১:১২
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি ছাদে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মারা গেছেন পাইলট টিম ম্যাকোরমেক। তিনি একাই হেলিকপ্টারটিতে ছিলেন। নগর কর্তৃপক্ষ জানায়, প্রতিকূল আবহাওয়ার মধ্যে পাইলট ভবনের ছাদে হেলিকপ্টার অবতরণ করাতে চেয়েছিলেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
হেলিকপ্টারটি বিধ্বস্তের পর ভবনের ছাদে আগুন ধরে যায়। তবে ফায়ারম্যানরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। ফেডারেল এভিয়েশন অ্যাডমেনিসট্রেশন (এফএএ) জানায়, এটি ছিল অগাস্টা এ১০৯ই মডেলের হেলিকপ্টার। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
এই ঘটনায় পার্শ্ববর্তী টাইমস স্কয়ারসহ আশেপাশের এলাকায় ‘সন্ত্রাসী হামলার’ আশঙ্কায় আতংক তৈরি হয়। গভর্নর কাউমো যেকোনো সন্ত্রাসী তৎপরতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, হেলিকপ্টারটি হয়তো জরুরি অবতরণ করতে চেয়েছিল।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনাকে ‘ট্র্যাজেডি’ হিসেবে আখ্যা দিয়েছেন।
সারাবাংলা/ এনএইচ