Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই পক্ষের গোলাগুলিতে এক ডাকাতের মৃত্যু, দাবি পুলিশের


১১ জুন ২০১৯ ১০:২৪

সাভার: আশুলিয়ায় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে এক ‘ডাকাত’ নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সোমবার (১০ জুন) দিবাগত রাত ৩টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার মরাগাঙ এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত ওই ডাকাত সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে পিস্তলসহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবরে আশুলিয়া থানা পুলিশের একটি টিম মরাগাঙ এলাকায় পৌছালে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। এসময় তাকে উদ্ধার করে দ্রুত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত ডাকাতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সারাবাংলা/এমও

গোলাগুলি ডাকাত ডাকাত দল

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর