Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান মনোনয়ন চূড়ান্ত করলো আওয়ামী লীগ


১১ জুন ২০১৯ ০২:১৭

ময়মনসিংহ সদর, পটুয়াখালি এবং লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এমপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার (১০ জুন) গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই মনোনয়ন চূড়ান্ত করা হয়।

বিজ্ঞাপন

ময়মনসিংহ সদর উপজেলার প্রার্থীরা হচ্ছেন- মো. আবু সাঈদ (সিরতা ইউনিয়ন), রেজায়ে মোহাম্মদ জিয়াউল হাসান (চর ঈশ্বরদিয়া ইউনিয়ন), মো. তোফাজ্জল হোসেন (চর নিলক্ষীয়া ইউনিয়ন), মো. মাহমুদুল হক কামরুল (খাগদাহার ইউনিয়ন), মো. হুমায়ুন হাসান (দাপুনিয়া ইউনিয়ন), মো. আব্দুছ ছাত্তার (ভাবখালী ইউনিয়ন)।

পটুয়াখালী সদর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থীরা হচ্ছেন- শফিকুল ইসলাম (কমলাপুর ইউনিয়ন) এবং রুবেল আহমেদ (ভুরিয়া ইউনিয়ন)।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থীরা হচ্ছেন- মো. রফিকুল ইসলাম চৌধুরী (চর কালকিনি ইউনিয়ন) এবং আবু বকর ছিদ্দিক (সাহেবের হাট ইউনিয়ন)।

সারাবাংলা/ওএম

আওয়ামী লীগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন মনোনয়ন চূড়ান্ত

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর