Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দৌলতদিয়া ঘাটে বাসের দীর্ঘ লাইন, মানুষের উপচে পড়া ভিড়


১০ জুন ২০১৯ ১৯:৫৩ | আপডেট: ১০ জুন ২০১৯ ২৩:০০

দৌলতদিয়া ঘাট থেকে: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ দেখা দিয়েছে। সোমবার (১০ জুন) ঘাট থেকে ছেড়ে যাওয়া প্রতিটি লঞ্চ আর ফেরিই ছিল লোকে লোকারণ্য।

সরেজমিনে দেখে গেছে, দৌলতদিয়া ফেরি ঘাট থেকে বাসের লাইন কয়েক কিলোমিটার দীর্ঘ হয়ে গেছে। বাসের যাত্রীরা সারাবাংলাকে জানান, তারা কয়েক ঘণ্টা বাসের ভেতরে গরমে বসে আছেন। গাড়ি কখন ফেরিতে ওঠবে তা কেউই জানে না।

বিজ্ঞাপন

মেহেরপুর ডিলাক্স পরিবহনের সুপার ভাইজার রাজু আহমেদ জানান, দুপুর থেকে তিন ঘণ্টা ধরে যাত্রী নিয়ে বসে আছেন। সকালের দিকে ভিড় কম থাকলে দুপুরের পর পর তা বেড়েই চলছে।

এদিকে, ভিড় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন ঘাট কর্তৃপক্ষ। ঘাট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্যকে কাজ করতে দেখে গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ সাংবাদিকদের জানান, ঘাটে লোকাল যাত্রীর চাপ রয়েছে। তবে কোনো যানবাহনকে সিরিয়ালে থাকতে হচ্ছে না। যানবাহনগুলো সরাসরি ফেরিতে উঠতে পারছে। আশা করি যাত্রীরা ঝামেলা ছাড়াই ঘাট পার হতে পারবেন।

সারাবাংলা/এআই/এমও

ঈদযাত্রা দৌলতদিয়া দৌলতদিয়া ফেরি ঘাট

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর