Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহকারী রেজিস্ট্রারের আইসিটি আইনের মামলায় চবি কর্মচারী গ্রেফতার


১০ জুন ২০১৯ ১৮:২৬

চট্টগ্রাম ব্যুরো: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে করা মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তৃতীয় শ্রেণির এক কর্মচারী নিবারণ বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকারী পোস্ট দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী রেজিস্ট্রার বাদী হয়ে এ মামলা করেন।

সোমবার (১০ জুন) দুপুরে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেন। ওসি সারাবাংলাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী রেজিস্ট্রার বাদী হয়ে তথ্য ও প্রযুক্তি আইনে (আইসিটি) মামলা দায়ের করেছে। সেজন্য ওই কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।’

বিজ্ঞাপন

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ সারাবাংলাকে বলেন, ‘পুরো ঘটনা জানি না। তবে তথ্য ও প্রযুক্তি আইনে এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।’

সারাবাংলা/সিসি/এমও

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তথ্য-প্রযুক্তি আইন মামলা সহকারী রেজিস্ট্রার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর