Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই রাষ্ট্রদূতকে দেশে ফেরানো রুটিন ওয়ার্ক: পররাষ্ট্রমন্ত্রী


১০ জুন ২০১৯ ১১:৫৮ | আপডেট: ১০ জুন ২০১৯ ১২:৩১

ঢাকা: ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মুজিবর রহমান ভূঁইয়া ও লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকারকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এই দুই রাষ্ট্রদূতের মেয়াদ ৩ বছর শেষ হওয়ায় রুটিনমাফিক তাদের ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্টমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সোমবার (১০ জুন) পররাষ্ট্রমন্ত্রী সারাবাংলাকে বলেন, ইরান ও লেবাননের দুই রাষ্ট্রদূতকে স্বাভাবিক নিয়ম অনুযায়ীই দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এটি রুটিন ওয়ার্ক।

বিজ্ঞাপন

এর আগে, দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, নৈতিক স্খলনের অভিযোগে এ কে এম মুজিবর রহমান ভূঁইয়াকে এবং আর্থিক অনিয়মের অভিযোগে আবদুল মোতালেব সরকারকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। তদের দু’জনের বিরুদ্ধে অভিযোগের তদন্তে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে ওই দুই কূটনীতিককে সরকার দেশে ফিরিয়ে আনছে সরকার।দু’টি কমিটিই তদন্ত শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই মাস আগে ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মুজিবর রহমান ভূঁইয়া ও লেবাননে রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকারকে ঢাকায় আসতে চিঠি দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমএম/জেডএফ/টিআর

ইরানের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত লেবাননের রাষ্ট্রদূত