Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মশার কয়েল থেকে আগুন লেগে ফতুল্লায় শিশুসহ দগ্ধ ৪


১০ জুন ২০১৯ ০৯:৫৩

ঢাকা: নারায়নগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে মশার কয়েল থেকে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুইটি শিশুও রয়েছে।

সোমবার (১০ জুন) ভোরের দিকে ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন-আব্দুল আলিম (৬৫), তার মেয়ে শিউলি আক্তার (৩৫), শিউলি আক্তারের দুই মেয়ে যুথি আক্তার (১৩) ও তানজিলা (৬)।

শিউলির স্বামী জাকির হোসেন জানান, তারা ফতুল্লার চিতাশা নয়ামারি এলাকার একটি টিনশেড বাসায় ভাড়া থাকেন। ভোরে মশার কামড় থেকে বাঁচতে শিউশি কয়েল ধরাতে যান। এসময় অসাবধানতায় ঘরে আগুন ধরে যায়। এতে ঘরে থাকা শিউলি, তার বাবা ও দুই মেয়ে পুড়ে যান। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, দগ্ধদের মধ্যে আলিমের শরীরের ৪৮ শতাংশ, শিউলির ৫৪ শতাংশ, যুথির ১৮ শতাংশ ও তানজিলার ২৪ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থাই আশংকাজনক। তাদেররকে বার্ন ইউনিটের হাই ডিপেনডেন্সি ইউনিটে (hdu) রাখা হয়েছে। সেখানেই তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসআর/এসএমএন

অগ্নিদগ্ধ আগুন মশার কয়েল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর