ব্রিস্টলে এসেই অনুশীলনে তামিম
১০ জুন ২০১৯ ০৪:১৩ | আপডেট: ১০ জুন ২০১৯ ০৬:১৯
সময়টা তার হয়ে কথা কইছে না। ব্যাটে নিদারুণ রান খরা। দেশসেরা ব্যাটসম্যান হয়েও বিশ্বমঞ্চে তার ব্যাট নিষ্প্রভ। প্রথম তিন ম্যাচেই থেকেছেন নিজের ছায়া হয়ে। ম্যাচ তিনটিতে তার সংগ্রহ সাকুল্যে ২৬, ২৪ ও ১৯ রান। ওয়ানডে ফরম্যাটে ২০১৬ সালের পর এত লম্বা সময় অর্ধশতক বঞ্চিত থাকেননি দেশের এই সর্বোচ্চ রান সংগ্রাহক।
বলার অপেক্ষাই রাখছে না, এমন দৈন্য ব্যাটিংয়ে নিদারুণ এক অস্বস্তি বয়ে বেড়াচ্ছেন চট্টলার এই ছেলে। তাই হয়ত নিজেকে আর ধরে রাখতে পারেনি।
রোববার (৯ জুন) কার্ডিফ থেকে বৃষ্টি মাথায় ব্রিস্টলে এসেই নেমে গেছেন অনুশীলনে। ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে তার নিবিড় অনুশীলনের সময় ছিলেন বলবয় বুলবুল ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক সাব্বির খান।
এই মাঠেই মঙ্গলবার (১১ জুন) নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল সবুজের দল।
সারাবাংলা/এমআরএফ/ওএম