Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নের মৃত্যু


১০ জুন ২০১৯ ০৩:৪৭ | আপডেট: ১০ জুন ২০১৯ ০৮:১৯

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে নসিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। রোববার (৯ জুন) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকার যুগী বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সুমন হোসেন উপজেলার আইয়েনগর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে ও তার ভাগ্নে তামিম হোসেন পাশ্ববর্তী চাটখিল উপজেলার শাহাপুর এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সুমন হোসেন রাতে দোকান বন্ধ করে তার ভাগ্নে তামিমকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে রামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের যুগী বাড়ির সামনে পৌঁছালে স্থানীয় সাথী ডেকোরেটরের একটি নসিমন গাড়ীর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে তামিম হোসেন ঘটনাস্থলেই নিহত হয়। এসময় গুরুতর আহত অবস্থায় সুমনকে রামগঞ্জ ফেমাস হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষনা করেন।

সারাবাংলা/ওএম

মামা-ভাগ্নের মৃত্যু লক্ষ্মীপুর সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর