Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাড়া নিয়ে বিতণ্ডা, চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দিয়ে হত্যা!


৯ জুন ২০১৯ ২১:৪৬ | আপডেট: ৯ জুন ২০১৯ ২১:৪৮

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে এক যাত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

হত্যার শিকার ব্যক্তির নাম সালাউদ্দিন (৩৫)। তিনি গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার আতাউর রহমান (আতা) মেম্বারের বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয় একটি কারখানার গাড়ি চালাতেন তিনি।

সালাউদ্দিনের ছোট ভাই জামাল উদ্দিন জানান, সালাউদ্দিন ঈদের ছুটিতে স্ত্রীকে নিয়ে ময়মনসিংহে শ্বশুর বাড়িতে শুক্রবার বেড়াতে যান। রোববার তারা ময়মনসিংহ থেকে আলম এশিয়া পরিবহনের একটি বাসে বাসায় ফিরছিলেন। পথে তার সঙ্গে ভাড়া নিয়ে পরিবহনের সহকারীর বাকবিতণ্ডা হয়।

জামাল উদ্দিন আরও জানান, বাকবিতণ্ডার একপর্যায়ে গাড়ির ভেতরেই সালাউদ্দিনকে মারধর করে বাসের হেলপার। এ ঘটনা সালাউদ্দিন মোবাইল ফোনে তার স্বজনদের জানান। এরই মধ্যে বাসটি বাঘের বাজারে এসে পৌঁছে। এ সময় তাদেরকে বাস থেকে না নামিয়েই গাড়িটি চলতে শুরু করে। পরে তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার ওপরে দিয়ে গাড়ি চালিয়ে চলে যান চালক। এতে ওই বাসের নিচে চাপা পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় সালাউদ্দিনের।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, জয়দেবপুর থানা পুলিশের সহায়তায় আলম এশিয়া পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারীরা পালিয়ে গেছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এমএইচ

গাজীপুর চলন্ত বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর