জুলাইয়ে চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
৯ জুন ২০১৯ ১৭:৪৬ | আপডেট: ৯ জুন ২০১৯ ১৯:৪৩
ঢাকা: আগামী জুলাই মাসেই চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৯ জুন) বিকেলে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী একথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘জাপানে যেমন সফর হয়েছে, চীনেও হবে। দাওয়াত ছিল, সে সময় পার্লামেন্টে জরুরি কিছু বিষয় থাকায় সময় করতে পারিনি। আগামী জুলাই মাসে আবার দাওয়াত দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। তখন আমাদের বাজেট পাস হবে। ওখানে ওয়ার্ল্ড ইকোনমিক সামিট হবে, সামারে। যে শীত সেখানে, ওই শীতে জীবনেও যেতে পারব না। এখন সামার সামিট হবে ওখানে। চীনের রাষ্ট্রপতিও দাওয়াত দিয়েছেন। ইনশাল্লাহ জুলাইতেই যাব সেখানে।’
তিনি আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুকে সবাই সম্মান করে। অথচ বাংলাদেশ থেকে তার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ইতিহাস থেকে তো মুছে ফেলা যায় না। ওই সময় যারা তরুণ ছিলেন, তারাই রাজনীতির শীর্ষে। তারা বঙ্গবন্ধুকে জানেন। তাই তাদের সঙ্গে সুসম্পর্ক, দাওয়াত আছে। কিন্তু সব দাওয়াত তো রাখা যায় না। বয়সও হয়ে গেছে। গতবার সমময় স্বল্পতার কারণে পারিনি। আশা করছি, জুলাই মাসে চীনে যাব।’
ঈদ শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে শুরু
চীন রোহিঙ্গা সংকট নিরসনে ভূমিকা রাখবে কিনা এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত যাবে। সবাই এটাই চায়, কিন্তু মিয়ানমার চায় না। এটাই সমস্যা। আমরা চুক্তি করেছি। কিন্তু তাদের সাড়াটা পাইনি। মিয়ানমারই আগ্রহী না। তবু দেখা যাক, সবাই মিলে বললে হয়তো সাড়া পাব। দেখা যাক।’
জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ১১ দিনের সফর শেষে দেশে ফিরে এই সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে ঈদ শুভেচ্ছা জানানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তিন দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরেন।
সারাবাংলা/টিআর/এমও