Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জনের মৃত্যু


৯ জুন ২০১৯ ১৩:৩২

ফেনী: ফেনীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতার মৃত্যু হয়েছে। এসময় উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, দেশীয় এলজি ও ২৫ হাজার পিস ইয়াবা। শনিবার (৮ জুন) দিনগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-৭ চট্টগ্রামের উপ-অধিনায়ক স্কোয়াডন লিডার সাফায়াত জামিল ফাহিম ‘বন্দুকযুদ্ধের’ সত্যতা নিশ্চিত করেছেন।

সাফায়াত জামিল ফাহিম জানান, শনিবার দিবাগত রাতে ফতেহপুর রেলগেট এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান পরিচালনা করলে সেখানে থাকা মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায় সেখান থেকে মৃত অবস্থায় দুইজনের লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এর মধ্যে একজনের শার্টের পকেটে রাখা একটি কাগজে পরিচয় জানা যায়। সে কুমিল্লার চান্দিনা উপজেলার হাবিবুর রহমানের ছেলে মাহবুবুল হাসান রুবেল। আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি।

নিহত দুজনের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সারাবাংলা/ এনএইচ

ফেনী র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর