Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌপথে ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল: খালিদ মাহমুদ


৯ জুন ২০১৯ ১২:৩৮

এবার ঈদুল ফিতরে নৌপথে ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নৌপথের স্বস্তিদায়ক ঈদযাত্রা শতভাগ সফল হয়েছে তা বলব না। তবে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঈদযাত্রা সফল হয়েছে। রোববার (৯ জুন) ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতে একথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষকে বিড়ম্বনামুক্ত করতে আগেভাগেই ৩০টি জেলার ডিসি এসপি ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। ঈদে নৌপথে বিশৃঙ্খলার দু-একটি ঘটনা ঘটেছে  সব শ্রমিকদের ঈদে একসঙ্গে ছুটি দেওয়ার কারণে। আমরা বিজিএমইএ ও বিকেএমইএ’র নেতাদের বলেছিলাম ধাপে ধাপে শ্রমিকদের ছুটি দিতে। তবে তারা তা করেননি।’

বিজ্ঞাপন

সদরঘাটে যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে যাত্রীসেবা উন্নয়নে প্রকল্প গ্রহণ করা হয়েছে বলেও জানান নৌপ্রতিমন্ত্রী। তিনি বলেন, এটি বাস্তবায়ন করতে দু বছর সময় লাগবে। ব্যয় হবে ৬ শ ৩৩ কোটি টাকা। এছাড়া, সারাদেশের প্রতিটি ঘাটে যাত্রীসেবার মানবৃদ্ধি করার পদক্ষেপ নিয়েছে সরকার।

দশ হাজার কিলোমিটার নৌপথ খনন প্রকল্পে আরও ৪ হাজার কিলোমিটার যোগ করা হবে বলেও জানান খালিদ মাহমুদ চৌধুরী।

সারাবাংলা/এএইচএইচ/এনএইচ

নৌপথে ঈদযাত্রা নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর