গাইবান্ধায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম!
৯ জুন ২০১৯ ১২:৪২
গাইবান্ধা: ভ্যানচালক শাহ আলমের ও তার স্ত্রী দুলালী বেগমের (৩০) ঘর আলো করে এসেছে ৪ সন্তান। শনিবার (৮ জুন) রাতে দুলালী বেগম গাইবান্ধা ক্লিনিকে সিজারের মাধ্যমে ২ ছেলে ও ২ মেয়ের জন্ম দেন। মা ও নবজাতকরা সুস্থ আছেন ।
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাউর গ্রামে ঘটেছে এই ঘটনা। একসঙ্গে চার সন্তান জন্ম দেওয়ার ঘটনা সেখানে আলোচনার জন্ম দিয়েছে।
গাইবান্ধা ক্লিনিকের ডা. একরাম হোসেন জানান, দুপুরে দুলালী বেগম পেটের ব্যথা নিয়ে ক্লিনিকে ভর্তি হয়। আলট্রাসনোগ্রাম করে আমাদের ধারণা ছিল তিনটি সন্তান হবে। পরে অস্ত্রোপাচার করে চার সন্তান ভূমিষ্ঠ হয়।
তিনি আরও জানান, একসঙ্গে চার সন্তানের জন্ম আমাদের ক্লিনিকে এটাই প্রথম । এ খবর ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন বাচ্চাগুলোকে দেখতে ভিড় জমায়।
স্থানীয় মিলন মিয়া বলেন, ‘গৃহবধূ দুলালীর স্বামী শাহ আলম একজন ভ্যান চালক। অভাবের সংসারে আগের ৩ টি সন্তান আছে। তার মধ্যে একটি মেয়ে অষ্টম শ্রেণিতে অন্যটি ৪র্থ শ্রেণিতে এবং একটি ছেলে ১ম শ্রেণিতে পড়াশোনা করে। অভাবের সংসারে নতুন করে ৪টি সন্তান প্রসবের ফলে সন্তানদের লালন পালন তাদের জন্য কষ্টের হতে পারে।’
তাই সরকারের বিভিন্ন মহল থেকে সাহায্যের অনুরোধ করেন তিনি।
সারাবাংলা/এনএইচ