Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বস্তির উন্নয়নে সমন্বিত উদ্যোগের আশ্বাস মেয়র আতিকুলের


৮ জুন ২০১৯ ২১:৫৪ | আপডেট: ৮ জুন ২০১৯ ২৩:০২

ঢাকা: বস্তির উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে বলে বস্তিবাসীকে আশ্বস্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, বস্তির উন্নয়নে বিভিন্ন সংস্থা কাজ করছে। তাদের সঙ্গে বসব। কিভাবে বস্তিতে বড় বড় অট্টালিকা করা যায়, কিভাবে দুই রুমের বেডরুম করা যায়, কিভাবে খেলার মাঠ করা যায়, বস্তিবাসীর জীবনমান কিভাবে আরও ওপরের দিকে নেওয়া যায়— তা নিশ্চিত করার জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আমরা ভবিষ্যতে আরও কাজ করব।

বিজ্ঞাপন

শনিবার (৮ জুন) বিকেলে রাজধানীর কড়াইল বস্তির এরশাদ স্কুলে ঈদ উপলক্ষে আয়োজিত এক উৎসব আয়োজনে ডিএনসিসি মেয়র এসব কথা বলেন।

এই ঈদ আয়োজনে অসহায় ও দরিদ্র শিশুদের বিনামূল্যে ফুচকা ও হাওয়াই মিঠাই পরিবেশন করা হয়। এসময় দীর্ঘ লাইন ধরে শিশুদের বিভিন্ন খাবার সংগ্রহ করতে দেখা যায়। স্কুল মাঠে শিশুরা মিনি ফুটবল ম্যাচেও অংশ নেয়। শিশুদের আনন্দ দিতে রাখা হয় নাগরদোলাও।

অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমার যতবার দেখা হয়েছে, তিনি বস্তির উন্নয়ন নিয়ে কথা বলেছেন। কিভাবে বস্তিবাসীর উন্নয়ন করা যায়, সে বিষয়ে নজর রাখতে বলেছেন তিনি। বস্তির উন্নয়নে যারা জড়িত, তাদের নিয়ে বসে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। বস্তিতে বড় বড় অট্টালিকা করা হবে, সেখানে দুই রুমের ফ্ল্যাট হবে।

মেয়র বলেন, বস্তিতে বিভিন্ন ধরনের সমস্যা আছে। বস্তির উন্নয়নে বাস্তবতা সামনে রেখে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করবো। কড়াইল বস্তিতে খুব সম্ভবত ৯০ একর জমি রয়েছে। এখানে এক লাখ লোকের বাস। ৫৫ হাজার পরিবার এখানে থাকে। এরকম আরও অনেক বস্তি আছে। ভাসানটেক, মাটিকাটা, ইব্রাহিমপুরসহ সব বস্তির উন্নয়ন করা হবে।

বিজ্ঞাপন

আতিকুল ইসলাম বলেন, আমি এখানে এসেছি শিশুদের সঙ্গে উৎসব করতে, তাদের সঙ্গে খেলাধুলা করতে। আমরা এখানে ক্রিকেট খেলব, ফুটবল খেলব। আজ বাংলাদেশের ক্রিকেট খেলা চলছে, তাদের উৎসাহ দিতে এখানে ক্রিকেট খেলে বলব— বাংলাদেশ, বাংলাদেশ।

মেয়র পরে শিশুদের সঙ্গে খেলায় মেতে উঠেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তাদের সঙ্গে নাগরদোলাতেও চড়েন তিনি। শিশুদের সঙ্গে নেচেগেয়ে মেতে উঠেন ব্যতিক্রমী ঈদ উৎসবে। পরে শিশুদের মধ্যে বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মেয়রের পরিবারের সদস্য ও আওয়ামী লীগের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/টিআর

ডিএনসিসি মেয়র বস্তির উন্নয়ন মেয়র আতিকুল মেয়র আতিকুল ইসলাম

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর