দুবাইয়ে পর্যটন বাস দুর্ঘটনায় ৮ ভারতীয়সহ ১৭ জনের মৃত্যু
৭ জুন ২০১৯ ১৫:৩২ | আপডেট: ৭ জুন ২০১৯ ১৫:৩৫
ওমান থেকে দুবাই আসা একটি পর্যটন বাস দুর্ঘটনার শিকার হলে অন্তত ৮ ভারতীয়সহ ১৭ জনের মৃত্যু হয়েছে। দুবাইয়ে ভারতীয় কনস্যুলেট এতথ্য জানায়। শুক্রবার ( ৭ জুন) এই দুর্ঘটনা ঘটেছে। খবর গালফ নিউজের।
ভারতীয় কনস্যুলেটের বিবৃতিতে বলা হয়, কর্তৃপক্ষ ও হতাহতদের নিকট আত্মীয়রা দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৮ ভারতীয়ের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। যেকোনো সাহায্যের জন্য কনস্যুলেট তাদের পাশে রয়েছে।
নিহতদের নাম বলা হয়েছে, রাজাগোপালান, ফিরোজ খান, রেশমা ফিরোজ খান, দিপক কুমার, জামাল উদ্দিন, কিরণ জনি, ভাসুদেব, জহুর ঠাকুর।
তবে কোনো সংবাদমাধ্যমে ১০ ভারতীয় নাগরিকের মৃত্যুর কথা বলা হয়েছে। বাকিদের মধ্যে, দুজন পাকিস্তানের, একজন ওমানের ও একজন আয়ারল্যান্ডের নাগরিক। অন্যদের মরদেহ চিহ্ণিত করা যায়নি। বাসটিতে বিভিন্ন দেশের মোট ৩১জন যাত্রী ছিল।
সারাবাংলা/এনএইচ