Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ২ যাত্রীর মৃত্যু


৭ জুন ২০১৯ ১৫:১০

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ার ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মাইক্রোবাসের ২ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার  খুটাখালী মেদাকচ্ছপিয়ায় এ দুর্ঘটনা ঘটে। মালুমঘাট হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- মাইক্রোবাসের যাত্রী রওশন আরা বেগম (৪৫) ও সনেট পাল (২৭)। রওশন আরা চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী। সনেট পাল কক্সবাজারের রামু উপজেলার চা-বাগানস্থ রমনী পাহাড়ের দীপক পালের ছেলে। আহত পাঁচ যাত্রীকে মালুমমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

ওসি আলমগীর হোসেন জানান, চট্টগ্রামমুখী ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাস খুটাখালী মেদাকচ্ছপিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দু’জন মারা যান। এসময় পাঁচ যাত্রী আহত হন। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।

সারাবাংলা/এমএইচ

মাইক্রোবাস সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর