আওয়ামী লীগ এখন ‘দখল লীগ’: রিজভী
৭ জুন ২০১৯ ১৪:৫১ | আপডেট: ৭ জুন ২০১৯ ১৪:৫৩
ঢাকা: পুরান ঢাকার প্রত্নতাত্মিক নিদর্শন ‘জাহাজ বাড়ি’ ভাঙার ঘটনায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে ‘দখল লীগ’ বলে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৭ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আখ্যা দেন।
রিজভী বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের লোকজন দিয়ে ঈদের রাতে হঠাৎ চকবাজারের জাহাজ বাড়ি ভেঙ্গে ফেলা হয়েছে। এই বাড়িটি একটি হেরিটেজ। শতবর্ষী এই ঐতিহ্যবাহী ভবনটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। হাইকোর্টেরও নিষেধাজ্ঞা ছিল না ভাঙার ব্যাপারে। তার পরও আওয়ামী দখলদারির হাত থেকে ঐতিহ্যবাহী বাড়িটি রেহাই পেল না। এই ঘটনায় আবারও প্রমাণ হলো, আওয়ামী লীগ মূলত এখন ‘দখল লীগ’-এ পরিণত হয়েছে।’
ঈদের ঘরমুখী মানুষের ভোগান্তির শেষ ছিল না অভিযোগ করে তিনি বলেন, ‘সড়কমন্ত্রীর স্বস্তিদায়ক ঈদযাত্রার ঘোষণা যে সম্পূর্ণ বাকোয়াস ছিল, সেটিরই প্রমাণ মিলেছে। ঈদের দিন সড়ক দূর্ঘটনায় ২১ জনের প্রাণহানি ঘটেছে। ঈদের পরের দিনও জামালপুর ও মাদারীপুরে সড়ক দুর্ঘটানায় প্রাণহানির ঘটনা গণমাধ্যমে প্রকাশ হয়েছে।’
‘বিএনপি নেতৃত্বাধীন জোট বিদেশে অপপ্রচার চালাচ্ছে। এগুলোর উপযুক্ত জবাব দেওয়ার দায়িত্ব স্থানীয় আওয়ামী লীগের— ফিনল্যান্ডের হেলসিংকিতে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘মধ্যরাতে নির্বাচন, ১৫৩টি আসনে ক্ষমতাসীনরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন যখন, তখন দেশের ভাবমুর্তি উজ্জ্বল হয়? এ ধরনের অপকর্মকে কীভাবে দেশ-বিদেশের মানুষের কাছে আড়াল করবেন?
রিজভী বলেন, ‘দেশ-বিদেশে সবাই জানে ক্ষমতায় মোহাবিষ্ট প্রধানমন্ত্রী কীভাবে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনকে নিরুদ্দেশ পাঠিয়েছেন, গণতন্ত্রকে ধ্বংস করেছেন। গণতন্ত্রের শাশ্বত বাণী, মত-পথ ও আদর্শের ভিন্নতার মধ্যে ঐক্যের মিলিত সুরকে প্রধানমন্ত্রী হিংসা-প্রতিহিংসার ছোবলে ক্ষত-বিক্ষত করেছেন, দেশকে চিরস্থায়ী বিভেদ বিভাজনের মাধ্যমে সর্বনাশা নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছেন।’
সারাবাংলা/এজেড/প্রমা