নোয়াখালীতে দু’জনকে গাছে বেঁধে নির্যাতন, প্রধান আসামি গ্রেফতার
৬ জুন ২০১৯ ১৯:৫২ | আপডেট: ৬ জুন ২০১৯ ২০:১৮
নোয়াখালী: নোয়াখালীতে একজন নারী ও একজন পুরুষকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জাফর আহমেদকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে স্থানীয় করমুল্যাহ বাজার থেকে সুধারাম থানা পুলিশ অভিযান চালিয়ে জাফরকে গ্রেফতার করে। জাফর আহমেদ সদর উপজেলার আন্ডারচর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।
জানা যায়, গত রোববার (২ জুন) সকালে গ্রাম্য ডাক্তার জাফর ওই দুই নারী ও পুরুষ শ্রমিককে গাছে বেঁধে রেখে প্রকাশ্যে মারধর করেন। এসময় ওই পুরুষ শ্রমিকের মাথা ন্যাড়া করে দেওয়া হয়।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গণমাধ্যমকর্মীদের কাছ থেকে জানার পর বুধবার (৫ জুন) সন্ধ্যায় নির্যাতনের শিকার নারী, অভিযুক্ত গ্রাম্য ডাক্তারের স্ত্রী ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। পরে নির্যাতনের শিকার ওই নারী বুধবার রাতেই জাফর আহমেদসহ আট জনকে আসামি করে থানায় মামলা করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে বৃহস্পতিবার অভিযান চালিয়ে পুলিশ জাফর আহমদকে গ্রেফতার করেছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
সারাবাংলা/টিআর