Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে অস্ত্র-কার্তুজসহ ৩ রোহিঙ্গা আটক


৬ জুন ২০১৯ ১৯:৫১ | আপডেট: ৬ জুন ২০১৯ ১৯:৫৪

আটক

বান্দরবান: জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে অস্ত্র-কার্তুজসহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি অস্ত্র ও ২৪ রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেল চারটার দিকে কক্সবাজার সীমান্তবর্তী বান্দরবানের ঘুমধুমের পুর্ব বড়ুয়া পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ১৭নং ক্যাম্পের ৬৪নং ব্লকের বাসিন্দা জাহিদ হোসেনের ছেলে মো. মীর কাশেম (২৩), কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পের মোছা খলিলের ছেলে রশিদ উল্লাহ (২০) ও কুতুপালংয়ের তিন নম্বর ক্যাম্পের বাসিন্দা কোরবান আলীর ছেলে নুর বশর (১৯)।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন কান্তি চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অস্ত্র ও কার্তুজ নিয়ে যাচ্ছে এমন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্রগুলো পাচার করছিল বলে স্বীকার করেছে।’ তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এমও

অস্ত্র কার্তুজ রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর