Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতন্ত্রের সূচকে পিছিয়েছে বাংলাদেশ, দাবি দ্য ইকনোমিস্টের


৩১ জানুয়ারি ২০১৮ ১৯:৩৫ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৮ ২২:০৯

সারাবাংলা ডেস্ক

ব্রিটিশ সাপ্তাহিক ম্যাগাজিন দ্য ইকনোমিস্ট “ডেমোক্রেসি ইনডেক্স-২০১৭” প্রকাশ করেছে। এ ইনডেক্স অনুযায়ী, ২০১৬ সাল থেকে ২০১৭ সালে বাংলাদেশের গণতন্ত্র পরিস্থিতির আট ধাপ অবনতি হয়েছে।

নির্বাচন প্রক্রিয়া, বহুতত্ত্ববাদ, ব্যক্তিস্বাধীনতা, সরকারের কার্যক্রম, রাজনৈতিক কাজে অংশগ্রহণ এবং রাজনৈতিক সংস্কৃতি এ পাঁচ বিষয়ের উপর ভিত্তি করে দ্য ইকনোমিস্টের বিশেষজ্ঞ দল (ইকনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট) এ সূচক পাশ করে যেখানে বাংলাদেশ ১৬৭ দেশের মধ্যে ৯২ তম অবস্থানে আছেন।

২০১৬ সালে বাংলাদেশ এ সূচকে ৮৪ তম অবস্থানে ছিল সে বছর বাংলাদেশের স্কোর ছিল ৫.৭৩। এ বছর বাংলাদেশের অবস্থানের সঙ্গে মানেরও অবনতি হয়েছে, এ বছর বাংলাদেশ ১০ এর মধ্যে ৫.৪৩ স্কোর তুলতে পেরেছে।

এ বছরের ডেমোক্রেসি ইনডেক্স গত বছরের মত এ বছরও শীর্ষস্থান অর্জন করেছে নরওয়ে। আইসল্যান্ড ও সুইডেন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।

সাতটি অঞ্চলে ভাগ করা দ্য ইকনোমিস্টের রিপোর্টে এশিয়া গত যে কোনো সময়ের চেয়ে খারাপ অবস্থানে রয়েছে। তাদের গড় গণতন্ত্রের মান ৫.৬৩। আর পৃথিবীতে গণতন্ত্রের গড় মান ৫.৪৮ এ দাঁড়িয়েছে, ২০১৬ তেও এটি ৫.৫২ ছিল।

এ রিপোর্ট বলছে পৃথিবীর মাত্র ৩০টি দেশ গণমাধ্যমে স্বাধীনতা ভোগ করে। অথচ পৃথিবীর ৩৫.৭ শতাংশ মানুষের বসবাস যে ৪৭ই দেশে সেখানেই গণমাধ্যম স্বাধীন নয়।

দ্য ইকনোমিস্ট ২০০৬ সাল থেকে পৃথিবীর দেশগুলোর গণতন্ত্রের মান যাচাই করতে ডেমোক্রেসি ইনডেক্স প্রকাশ করে থাকে।

সারাবাংলা/এমএ

ডেমোক্রেসি_ইন্ডেক্স-২০১৭ দ্য_ইকনোমিস্ট বাংলাদেশ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর