Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনক্ষণ ঠিক করে আন্দোলন হয় না: আমীর খসরু


৬ জুন ২০১৯ ১৯:২৫ | আপডেট: ৬ জুন ২০১৯ ১৯:২৬

চট্টগ্রাম ব্যুরো: দিনক্ষণ ঠিক করে আন্দোলন হয় না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ, যেখানে নির্বাচিত সরকার নেই। বৃহস্পতিবার (৬ জুন) চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘দেশে আজ স্বাভাবিক অবস্থা নেই। জনগণের কাছ থেকে দেশের মালিকানা ছিনিয়ে নেওয়া হয়েছে। জনগণ তাদের মালিকানা ফেরত চায়। গণতন্ত্র ফেরত পেতে আন্দোলন করতে প্রস্তুত জনগণ। দিনক্ষণ ঠিক করে আন্দোলন হয় না। আন্দোলন যেকোনো সময় হবে। আর এই আন্দোলনের মাধ্যমে জনগণ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।’

বিজ্ঞাপন

খসরু আরও বলেন, ‘গণতন্ত্রহীণ একটি দেশে কারও মনে ঈদের আনন্দ নেই। যেখানে দেশে আইনের শাসন, ভোটাধিকার নেই, সেখানে কিভাবে মানুষ আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করবে? আমাদের হাজার হাজার নেতাকর্মী হয়ত জেলে আছে, নয়তো মিথ্যা মামলা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরাও তো আনন্দ নিয়ে ঈদ উদযাপন করতে পারছি না।’ এসময় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন বিএনপির এই শীর্ষ নেতা।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুর হাশেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানসহ নগরীর বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/এমও

আমীর খসরু ঈদ শুভেচ্ছা গণতন্ত্র চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর