ক্রেতা নেই, বাজারে পচছে সবজি
৬ জুন ২০১৯ ২০:৫৮ | আপডেট: ৬ জুন ২০১৯ ২১:০৯
ঢাকা: ঈদের ছুটিতে সবাই এখন গ্রামের বাড়িতে। এর প্রভাব পড়েছে রাজধানীর সবজি বাজারে। কারওয়ান বাজার ঘুরে দেখা যায় সবজিতে বাজার ভরপুর হলেও সেগুলো কেনার লোক নেই। বিক্রেতারা জানান ঈদের আগে আসা ট্রাক থেকে সবজি না নামিয়েই চলে গেছেন পাইকাররা। এছাড়া, গত দুদিনও কয়েকটি সবজির ট্রাক ঢুকেছে কারওয়ান বাজারে। ফলে নষ্ট হতে চলেছে এসব সবজি।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে কারওয়ান বাজারসহ কয়েকটি বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।কারওয়ান বাজারে দেখা গেছে ট্রাক ও খাঁচা ভর্তি অনেক সবজি পড়ে রয়েছে। বিক্রেতারা নষ্ট হয়ে যাওয়া সবজি বেছে বেছে ফেলে দিচ্ছেন।
৫০ টাকায় কয়েক কেজি করলা কিনে নিতে এক ক্রেতাকে অনুরোধ করছিলেন সবজি বিক্রেতা ইদ্রিস আলী। ওই ক্রেতা ইদ্রিস আলীকে বলেন, ‘সবজি কিনে কি করব? বাসায় কেউ নেই। নষ্ট হবে। ’
সারাবাংলাকে ইদ্রিস বলেন, ‘পচা সবজি নিয়ে বসে আছি। ক্রেতা নেই। ট্রাক ভর্তি সবজি ফেলে রেখে পাইকাররা চলে গেছে। নষ্ট হওয়া সবজিগুলো আমিও ফেলে দিচ্ছি। ’
আলমগীর নামের আরেক বিক্রেতা বলেন, ‘বাজারে প্রচুর সবজি নষ্ট হচ্ছে। ট্রাকে মাল রেখেও অনেক পাইকার গ্রামে চলে গেছেন। সবজির দামও কম। নতুন আসা সবজি ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে৷’
সারোয়ার নামের আরেক বিক্রেতা বলেন, ‘এখন সবজির চাহিদা নেই। আমাদের এখানে যেমন ঈদের আগের সবজি রয়ে গেছে, তেমনি নতুন সবজিও এসেছে। আর পাইকারি বাজারে পুরাতন মাল নষ্ট হচ্ছে। ’
এদিকে কারওয়ান বাজারের বাইরে মহাখালী ও ফার্মগেটের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বাজারগুলোর বেশিরভাগ সবজির দোকানই বন্ধ রয়েছে। যে এক দুটি দোকান খোলা তাতে কয়েকদিন আগের সবজি। ওইসব বাজারের দোকানিরা বলছেন, তারা নতুন কোনো নতুন সবজি কেনেননি।
বিক্রেতারা জানালেন, ঈদের পরদিন হওয়ায় বৃহস্পতিবার তারা কারওয়ান বাজার যাননি। আগামীকাল থেকে দোকানে নতুন সবজি উঠবে। কয়েকজন দোকানি জানালেন, সবজির দাম আগের মতই আছে। ঢেঁড়স ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, বেগুন ৫০ টাকা, পেঁপে ৪০ টাকা, শশা ৪০ টাকা ও কাঁচামরিচ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর অধিকাংশ দোকানেই হাতেগোনা কয়েকটি সবজি রয়েছে৷
সারাবাংলা/ইএইচটি/প্রমা/ এনএইচ