মিরপুরে বাসের ধাক্কায় সিএনজি-রিকশা সংঘর্ষ, আহত ৪
৬ জুন ২০১৯ ১৫:২৩ | আপডেট: ৬ জুন ২০১৯ ১৬:১৩
ঢাকা: রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় পরিস্থান পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজি ও রিকশার মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) বেলা পৌনে দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটনা ঘটে বলে মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি ট্রাফিক) ফাতেমা ইসলাম নিশ্চিত করছেন।
ফাতেমা ইসলাম বলেন, ‘মীরপুর বাংলা স্কুলের বিপরীত দিকে সড়কের পাশে খাজাবাবা পরিবহনের একটি বাস দাঁড়ানো ছিল। ওই বাসের পেছনে ছিল সিএনজিটি। পেছন থেকে পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে ধাক্কা দিলে সেটি গিয়ে একটি রিকশার ওপর পড়ে। এতে সিএনজিচালক, রিকশাচালক ও রিকশার দুই যাত্রীসহ মোট চারজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
দুর্ঘটনায় মৃত্যুর গুজব ছড়িয়েছে প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে কেউ নিহত হয়নি । কে বা কারা নিহত হয়েছে বলে খবর ছড়িয়ে দিয়েছে তা জানা নেই। তবে নিহতের ঘটনা সত্য নয়।’
এদিকে ঘটনাস্থলে থাকা পল্লবী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘সিএনজি ও রিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। পরিস্থান পরিবহনের বাসটি জব্দ ও সিএনজি-রিকশাকে উদ্ধারের চেষ্টা চলছে। আহতের হাসপাতালে পাঠানো হয়েছে।’
দুর্ঘটনায় কেউ নিহত হয়নি বলেও জানান তিনি।
সারাবাংলা/ইউজে/ এনএইচ/প্রমা