ধামরাইয়ে বাসের ধাক্কায় প্রাইভেটকার চালকের মৃত্যু
৬ জুন ২০১৯ ০৯:১৫ | আপডেট: ৬ জুন ২০১৯ ০৯:১৭
সাভার: ঢাকার ধামরাইয়ে বাসের ধাক্কায় বান্দু মোল্লা (৪০) নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
ঈদের দিন বুধবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
চালক বান্দু মোল্লা (৪০) সাভার উপজেলার কাঠগড়া এলাকার রবিউল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মানিকগঞ্জগামী একটি প্রাইভেটকার ঢাকা-আরিচা মহসড়কের ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ডে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ভিলেজ লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান প্রাইভেটকারের চালক।
গোলরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।
সারাবাংলা/এমএইচ