Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগান শরণার্থী সংকট: দায় ঘুচাতে চায় পাকিস্তান


৩১ জানুয়ারি ২০১৮ ১৮:৫১ | আপডেট: ৩১ জানুয়ারি ২০১৮ ১৮:৫২

সারাবাংলা ডেস্ক

বুধবার শেষ হচ্ছে আফগান শরণার্থীদের পাকিস্তান থাকার বৈধ মেয়াদ। পাকিস্তান এ মেয়াদ আর বাড়াতে চাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে অনিশ্চিত হয়ে যাবে আফগান শরণার্থীদের ভবিষ্যত।

পাকিস্তান এখন পর্যন্ত আফগান শরণার্থীদের রেজিস্টার্ড পরিচয়পত্রের মেয়াদ ছয়বার বাড়িয়েছে। এ বছর জানুয়ারির ৩ তারিখে সবশেষ মেয়াদ ফুরিয়ে যাবার পরে মাত্র এক মাসের মেয়াদ বাড়ানো হয়, তাও এখন শেষ হয়ে যাচ্ছে।

সেই মেয়াদ বৃদ্ধির পরে হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের অর্থনীতি দীর্ঘ সময় ধরে শরণার্থীদের ভার বইছে, এ অবস্থা আর চলতে দেওয়া যায় না।

আলজাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আফগান শরণার্থীদের থাকা, না থাকা নিয়ে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হচ্ছে। ওদিকে পাকিস্তানও আফগান শরণার্থীদের নিরাপত্তার হুমকি হিসেবে দেখছে।

মঙ্গলবার পাকিস্তানের উত্তরের জেলা কুররমে আমেরিকা ড্রোন হামলা চালায়। পাকিস্তান সামরিক বাহিনীর দাবি, আফগান শরণার্থী শিবিরে লুকিয়ে থাকা কোনো জঙ্গিকে উদ্দেশ্য করেই এ হামলা চালানো হয়।

এক বিবৃতিতে পাকিস্তান সামরিক বাহিনী  জানায়, শরণার্থীর বেশে সহজেই জঙ্গিরা পাকিস্তানে ঢুকে যেতে পারে। এ কারণে শরণার্থীদের দ্রুত ও মর্যাদার সঙ্গে দেশে ফিরে যাওয়া জরুরি।

বুধবার শরণার্থীদের পাকিস্তান বাসের মেয়াদ শেষ হওয়ার কথা। এরপর পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীসভা তাদের সাপ্তাহিক মিটিং  সিদ্ধান্ত নিবেন শরনার্থীদের বৈধ্যতার মেয়াদ আরও বাড়ানো যায় কি-না। সে আলোচনায় যোগ দিতে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইজ আহমেদ বারমাক এবং গোয়েন্দা প্রধান মোহাম্মদ মাসুম স্ট্যানেকজাইও আসছেন পাকিস্তান ।

বিজ্ঞাপন

যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের মানুষ প্রায় ১০ বছর ধরে আশ্রয় নিচ্ছে পাকিস্তানে। সেখানে শুধু বৈধ শরণার্থীর সংখ্যাই ১০ লাখের বেশি।

 

সারাবংলা/এমএ

আফগানিস্তান পাকিস্তান বৈধ্যতা মেয়াদ শরণার্থী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর