Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ায় এবিসি সদর দফতরে পুলিশের হানা


৫ জুন ২০১৯ ১৮:৩০

দু’জন প্রতিবেদক ও সংবাদ পরিচালক গ্যাভেন মরিসের বিরুদ্ধে তল্লাশি পরোয়ানা থাকায় অস্ট্রেলিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এবিসি’র সিডনি সদর দফতরে অভিযান চালাচ্ছে পুলিশ। তবে এবিসি’র পক্ষ থেকে এ তল্লাশির প্রতিবাদ জানানো হয়েছে।

আফগানিস্তানে অস্ট্রেলীয় বাহিনীর অসদাচরণ নিয়ে করা একটি অনুসন্ধানী প্রতিবেদনের সূত্র ধরে বুধবার (৫ জুন) সকালে এবিসি’র সদর দফতরে এই অভিযান চালানো হয়।

বিবিসির খবরে বলা হয়, এর আগে মঙ্গলবার নিউজ করপোরেশনের এক সাংবাদিকের বাড়িতেও অভিযান চালায় পুলিশ। এ ঘটনায় গণমাধ্যমকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের শীর্ষ সংগঠন পুলিশের দুই দিনের এই অভিযানকে ‘অস্ট্রেলিয়ার গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত’ হিসেবে অভিহিত করেছে। অন্যান্য সংগঠন ও মানবাধিকার গ্রুপগুলোও এসব অভিযানের নিন্দা জানিয়েছে।

এবিসি বলছে, ‘আফগান ফাইলস’ নামে ২০১৭ সালের জুলাইয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদনের সিরিজ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনগুলোতে আফগানিস্তানে অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর অসদাচরণ ও বেআইনিভাবে হত্যার অভিযোগ উন্মোচিত হয়। ওই সিরিজ প্রতিবেদনের জের ধরেই অভিযান চালাচ্ছে পুলিশ।

এবিসি আরও বলছে, গোপনীয় শতাধিক নথির সূত্র ধরে ওই প্রতিবেদনের সিরিজ প্রকাশিত হয়েছিল।

অন্যদিকে, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ বলছে, ‘ক্লাসিফায়েড’ নথি প্রকাশের অভিযোগে ওই তল্লাশি পরোয়ানা জারি করা হয়েছে। প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও তখনকার ভারপ্রাপ্ত প্রতিরক্ষা সচিবের কাছ থেকে ২০১৭ সালের ১১ জুলাইয়ে ওইসব নথি হাতিয়ে নেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

পুলিশ আরও বলছে, মঙ্গল ও বুধবারের অভিযান পরস্পর সম্পর্কিত নয়। তবে উভয় ক্ষেত্রেই ‘ক্লাসিফায়েড’ নথি প্রকাশের অভিযোগটি সাধারণ। এটি দেশটির ফৌজদারি আইন ১৯১৪-এর সঙ্গে সাংঘর্ষিক এবং অস্ট্রেলিয়ার জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ।

সারাবাংলা/টিআর

অস্ট্রেলিয়া এবিসি তল্লাশি পরোয়ানা পুলিশের অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর