Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু


৫ জুন ২০১৯ ১৬:৪২ | আপডেট: ৫ জুন ২০১৯ ১৬:৫৭

নরসিংদী: নরসিংদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (৫ জুন) দুপুরে সদর উপজেলার মাধবদী ও শিবপুর উপজেলার ঘাষিরদিয়ায় এ পৃথক দুর্ঘটনা ঘটে। মাদবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন

মৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার মামুন মিয়া (৩৬) ও রংপুর পীরগঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাক (৩৯)। বাকি এক যাত্রীর পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

ওসি জানান, দুপুরে মাদবদীতে ব্রাহ্মণবাড়িয়াগামী তিশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নরসিংদী থেকে গাউছিয়াগামী রংধনু পরিবহনের লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মামুন ও আব্দুর রাজ্জাক মারা যান। এতে উভয় বাসের সাত যাত্রী আহত হয়।

অন্যদিকে, শিবপুর উপজেলার ঘাষিরদিয়ায় ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসকে চাপা দিলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক যাত্রী মারা যায়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় আরও তিনজন আহত হয়।

সারাবাংলা/এমএইচ

বাসের মুখোমুখি সংঘর্ষ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর