Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের নামাজ শেষে রাজারবাগে আইজিপির শুভেচ্ছা বিনিময়


৫ জুন ২০১৯ ১২:৫৯

ঢাকা: রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। একইসঙ্গে নামাজ আদায় করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বুধবার (৫ জুন) সকাল আটটায় রাজারবাগ পুলিশ লাইনস  মাঠে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেন তারা।

আইজিপির সঙ্গে নামাজ আদায় করেন- ডিএমপি কমিশনার, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং বিপুল সংখ্যক মুসল্লিরা।

ঈদের নামাজের পর দেশ ও জাতির অব্যাহত অগ্রযাত্রা, কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে আইজিপি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

সারাবাংলা/ইউজে/এমও

আইজিপি পুলিশ লাইন্স রাজারবাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর