মহাসড়কের পাশে পরিত্যক্ত ব্যাগে নবজাতক!
৫ জুন ২০১৯ ১০:৩০ | আপডেট: ৫ জুন ২০১৯ ১০:৪৬
ঢাকা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় রাস্তার পাশের একটি পরিত্যক্ত ব্যাগ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শিশুটির শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শহীদ তাজউদ্দীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে।
মঙ্গলবার (৪ জুন) রাতে শিশুটিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের পোড়াবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে ওই এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন স্থানীয় মো. শফিকুল ইসলামের বাসার একজন ভাড়াটিয়া। হঠাৎ তিনি একটি শিশুর চিৎকার শুনতে পান। এসময় স্থানীয়দের নিয়ে রাস্তার পাশে থাকা একটি পরিত্যক্ত ব্যাগ থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। পরে স্থানীয় কাউন্সিলর ও বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির স্থানীয় প্রতিনিধির সহায়তায় শিশুটিকে শহীদ তাজউদ্দীন হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের মেডিকেল অফিসার প্রণয় কুমার দাসের তত্ত্বাবধানে শিশুটিকে রাখা হয়েছে। তিনি জানান, শিশুটির শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। শিশুটি এখন সুস্থ রয়েছে।
জানা গেছে, আইনি প্রক্রিয়ায় মারিয়ালি এলাকার এক দম্পতির কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে।
সারাবাংলা/টিআর