Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালেই ঈদ খালেদা জিয়ার


৪ জুন ২০১৯ ২৩:৫৮ | আপডেট: ৫ জুন ২০১৯ ০০:১৫

ঢাকা: দু’বার পূর্ণ মেয়াদ, একবার কয়েক দিনের জন্য! তারপরও তিন বারের প্রধানমন্ত্রী তিনি। প্রয়াত রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে, বিরোধী দলীয় নেতা হিসেবে জীবনে অনেকগুলো ‘রাজসিক’ ঈদ উদযাপনের সুযোগ পেয়েছেন। কিন্তু এবারের ঈদ তাকে কাটাতে হবে হাসপাতালে— একজন কারাবন্দি কয়েদি হিসেবে!

হ্যাঁ, বলছিলাম বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা। দুদকের দুই মামলায় ১০ ও সাত বছরের সাজা নিয়ে এই মুহূর্তে কারাবন্দি তিনি। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানেই কাটবে তার এবারের ঈদ।

বিজ্ঞাপন

গত বছরের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হওয়ার পর ঈদুল ফিতর ও ঈদুল আজহা নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে কাটে খালেদা জিয়ার। এর আগে ২০০৭ সালে ওয়ান ইলেভেনের পরিবর্তিত পরিস্থিতিতে গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার পর ঈদুল ফিতর ও ঈদুল আজহা সেখানেই উদযাপন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। অবশ্য সংসদ ভবন এলাকায় স্থাপিত সাবজেলে তার নিকটতম প্রতিবেশী ছিলেন আওয়ামী লীগ সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজনৈতিক সহকর্মী ও নিকটজনরা বলছেন, খালেদা জিয়ার এবারের ঈদ কারাগারে কাটছে— এটা যেমন নির্মম বাস্তবতা, তেমনি বিগত বছরগুলোতে তার ঈদ যে খুব একটা আনন্দঘন ছিল, তেমনও নয়। দুই ছেলে, ছেলের বউ ও নাতনীদের ছাড়াই গত এক যুগ ধরে নিঃসঙ্গ ঈদ উদযাপন করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

ঈদের দিন প্রবাসে থাকা ছেলেদের সঙ্গে কথা বলা, কুশল বিনিময় করা, নাতনীদের সঙ্গে খুনসুটি করা ও পুত্রবধূদের সঙ্গে আলাপ করার মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগ করে নিতেন বিএনপির চেয়ারপারসন। কিন্তু ২০১৫ সালের ২৪ জানুয়ারি ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকালমৃত্যুর পর খালেদা জিয়ার ঈদ আনন্দ ঢেকে যায় বিষাদের কালো ছায়ায়। ২০১৫ সালের পর প্রতিটি ঈদে ছেলের কবরের পাশে অশ্রুসিক্ত খালেদা জিয়াকে দেখেছে সবাই।

বিজ্ঞাপন

তবে ব্যক্তিগত জীবনের ‘বিষাদ’ লুকিয়ে রেখে ‘ঈদ শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠান আয়োজন করতেন খালেদা জিয়া। লেডিস ক্লাব বা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের সর্বস্তরের মানুষ ও কূটনীতিকদের জন্য রাজসিক ওই আয়োজনে হাস্যোজ্জ্বল খালেদা জিয়াকেই দেখা যেত।

কারাবন্দি হওয়ার পর সঙ্গত কারণেই সেই সুযোগ আর পাচ্ছেন না খালেদা জিয়া। কারা অভ্যন্তরেই একা ঈদ করছেন তিনি। সঙ্গী কেবল গৃহপরিচারিকা ফাতেমা বেগম। আর অনুমতিসাপেক্ষে নিকট আত্মীয়রা ঈদের দিন দেখা করার সুযোগ পান তার সঙ্গে।

কিন্তু এই খালেদা জিয়াই নানা মাত্রায় ঈদ উদযান করেছেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে ফার্স্ট লেডি’র ঈদ, দুই বারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছেন অন্তত ২০ ঈদ, বিরোধী দলীয় নেতা হিসেবে উদযাপন করেছেন আরও অন্তত ২০টি ঈদ। চরম সংকটের মধ্যেও ২০১৭ সালের আগস্ট মাসে লন্ডনে বড় ছেলের সঙ্গে ঈদ করনে তিনি।

তবে ক্ষমতায় বা বিরোধী দলে থাকা অবস্থায় রাজকীয় ঈদ যেমন তিনি কাটিয়েছেন, তেমনি স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় রাজপথেও কেটেছে তার কয়েকটি ঈদ। পুরনো একটি ছবিতে দেখা যায়, বড় ছেলে তারেক রহমান এবং ছোটে ছেলে আরাফাত রহমান কোকোকে সঙ্গে নিয়ে রাস্তায় বসে মাটির সানকিতে খাবার খাচ্ছেন খালেদা জিয়া। পাশেই মাটির সানকিতে খাবার খাচ্ছেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

সংশ্লিষ্টরা বলছেন, সবকিছুই আজ অতীত। এই মুহূর্তের বাস্তবতা এই যে, শাহবাগ মোড়ে বিএসএমএমইউ’র একটি কেবিনে এবার ঈদ উদযাপন করতে হবে খালেদা জিয়াকে। কয়েকদিন আগে তাকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তরের খবর শোনা গেলেও ঈদের আগে সেই সম্ভবনা আর দেখছেন না কেউ।

ঈদের দিন দেখা করার জন্য খালেদা জিয়ার পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতাদের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আবেদন মঞ্জুর হলে ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন তারা। বাসায় তৈরি খাবার পৌঁছে দেওয়া হবে খালেদা জিয়ার কাছে। অনুমতি মিললে পরিবারের সদস্যদের নিয়ে হাসপাতালে বসে একসঙ্গে খাবার সুযোগ পাবেন তিনি।

খালেদা জিয়ার প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান সারাবাংলাকে বলেন, ‘গত ঈদে বাসা থেকে খাবার পাঠানো হলেও তা খেতে পারেননি খালেদা জিয়া। কারা ফটকে স্বজনদের বসিয়ে রাখায় নিয়ে যাওয়া খাবার ম্যাডামের (খালেদা জিয়া) কাছে পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যায়। এবারও হয়তো স্বজনরা চেষ্টা করবেন বাসায় রান্না করা খাবার ম্যাডামকে খাওয়াতে। দেখা যাক, কর্তৃপক্ষ সেই সুযোগটা দেয় কি না।’

সারাবাংলা/এজেড/টিআর

ঈদ ঈদুল ফিতর কারাবন্দি খালেদা জিয়া বিএনপি বিএনপি চেয়ারপারসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর