Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় ২ জনের মৃত্যু


৪ জুন ২০১৯ ১৮:৪৪ | আপডেট: ৪ জুন ২০১৯ ২০:০২

চট্টগ্রাম ব্যুরো: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে আলাদা সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কমপক্ষে তিনজন।

মঙ্গলবার (৪ জুন)  সকালে এই দুটি দুর্ঘটনা ঘটেছে।

হাইওয়ে পুলিশের দোহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সারাবাংলাকে জানান, সকাল ১১টার দিকে চন্দনাইশে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে কক্সবাজার থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এসময় বাসের চাপায় একজন পথচারী মারা যান।

নিহত ওই পথচারীর বয়স প্রায় ৮০ বছর। চন্দনাইশের বিভিন্ন গ্রামে আগাম ঈদুল ফিতর উদযাপনকারীদের জামাতে ভিক্ষা করে ফেরার পথে ওই বৃদ্ধ মারা যান বলে জানিয়েছেন মিজানুর রহমান।

একই দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রী আহত হয়ে বিজিজি ট্রাস্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানান চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী।

এদিকে মঙ্গলবার সকালে সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর এলাকায় দ্রুতগামী বাসের চাপায় এক পথচারী মারা গেছেন। চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক জসিম উদ্দিন সারাবাংলাকে জানিয়েছেন, আনুমানিক ৪৫ বছর বয়সী ওই পথচারীকে আহত অবস্থায় ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। নিহতের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

সারাবাংলা/আরডি/জেডএফ 

মৃত্যূ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর