Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেক হাসপাতালে মাদক মামলার ২ আসামির মৃত্যু


৪ জুন ২০১৯ ১৭:৪৫ | আপডেট: ৪ জুন ২০১৯ ১৭:৫৫

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের দুই আসামির মৃত্যু হয়েছে। দু’জনই মাদক মামলার আসামি ছিলেন। মঙ্গলবার (৪ জুন) বিকেলে পৃথক এই মৃত্যুর ঘটনা ঘটে।

কারারক্ষী নাজমুল হোসেন জানান, কারাগারে আসামি তুহিন (৩০) অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক বিকেল সাড়ে ৪টার তাকে মৃত ঘোষণা করে। সে মাদক মামলার আসামি ছিল।

অপরদিকে, মাদক মামলার আরেক আসামিকে সৈয়দ মো. সদরকে (৪৫) হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষী মো. সবুজ খান। তিনি জানান, হঠাৎ করেই কারাগারে অসুস্থ হয়ে যান সদর। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ওই দুই আসামির মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/এমও

আসামি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মাদক মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর