Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবীণ সাংবাদিক ইকবাল হাসান আর নেই


৪ জুন ২০১৯ ১৫:৩১

দৈনিক জনকণ্ঠের সাবেক সহ-সম্পাদক জি এম ইকবাল হাসান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সারাবাংলা ডটনেটের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর আবু তালহার বাবা। তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও অংসখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (৪ জুন) সেহরি খেতে উঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইকবাল হাসান। দ্রুত তাকে শ্যামলীর রিং রোডে সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে ইকবাল হাসানের মৃত্যু হয় বলে জানান দায়িত্বরত চিকিৎসক।

বিজ্ঞাপন

দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করলেও পরে আরও কয়েকটি সংবাদমাধ্যমে কাজ করেছেন ইকবাল হাসান। তার গ্রামের বাড়ি নাটোরে।

সকালেই তার মরদেহ নাটোর জেলা সদরের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে দাফন করা হবে।

জি এম ইকবালের মৃত্যুতে সারাবাংলা পরিবারের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে।

সারাবাংলা/এমআরপি/এমএম

ইকবাল হাসান জনকণ্ঠের সহ-সম্পাদক সাংবাদিক ইকবাল হাসান