Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট, ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন


৪ জুন ২০১৯ ১৪:৪৮ | আপডেট: ৪ জুন ২০১৯ ১৫:১৮

টাঙ্গাইল: অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ থাকায় টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে প্রায় ৪০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতীর রসুলপুর এলাকায় বিক্ষুব্ধ যাত্রীরা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (৪ জুন) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামানের  গাড়িতে আগুন ধরিয়ে দেয় বাস থেকে নেমে আসা যাত্রীরা।

বিজ্ঞাপন

ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম সরকার জানান, সকাল থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে টোলপ্লাজা বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপও রয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

রংপুরগামী বাদশা পরিবহনের চালক মজনু মিয়া জানান, ভোর থেকেই যানবাহনের ধীরগতি ছিল। সকাল ৭টা থেকে এ রুটের পাকুল্লা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে এখনও চার লেনের কাজ চলমান থাকায় বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। আর সামান্য বৃষ্টি হলেই গতি কমিয়ে গাড়ি চালাতে হয়। এছাড়াও সোমবার পোশাক শ্রমিকদের ছুটি হওয়ায় বিকাল থেকে এ রুটের যানবাহনের চাপ বেড়ে যায় কয়েকগুণ।

বগুড়াগামী শাহ ফতেহ আলী বাসের যাত্রী অনিক বলেন, ‘মহাসড়কে গাড়ির প্রচুর চাপ। সকালে ঢাকা থেকে ভালোভাবেই ছেড়ে এসেছি। পাকুল্লা এসে আটকা পড়েছি। প্রায় এক ঘণ্টা ধরে যানজটে আটকে আছি।’

সারাবাংলা/এমএইচ/প্রমা

বিজ্ঞাপন

টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক সড়কে যানজট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর