Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় হিউম্যান হলারের ৪ যাত্রীর মৃত্যু


৪ জুন ২০১৯ ১৩:৪১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসের ধাক্কায় হিউম্যান হলারের (লেগুনা) ৪ যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন।

মঙ্গলবার (৪ জুন) সকালে উপজেলার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সম্বুরপুর গ্রামের আমিন মিয়ার স্ত্রী রিনা খাতুন (৩৯) ও পিরোজপুর এলাকার মিজান মিয়ার স্ত্রী আছমা বেগম।

কাচঁপুর হাইওয়ের থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ জানান, সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। এছাড়াও আমিন মিয়া, আকাশ মিয়া, আকলিমা বেগম ও রিংকুসহ ৬ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের ঢাকা মেডিকেলে পাঠানোর পাশাপাশি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

এসআই আরও জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান তিনি।

সারাবাংলা/এমএইচ

নারায়ণগঞ্জ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর