খোঁজ মেলেনি ভারতীয় বিমান বাহিনীর উড়োজাহাজের
৪ জুন ২০১৯ ১২:৩১ | আপডেট: ৪ জুন ২০১৯ ১২:৩২
ভারতীয় বিমান বাহিনীর নিখোঁজ এন-৩২ উড়োজাহাজটির এখনো হদিস পাওয়া যায়নি। ভারি বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতাও বাধাগ্রস্ত হচ্ছে। উড়োজাহাজটির অনুসন্ধানে মোতায়েন করা হয়েছে ফাইটার জে সুখোই এসইউ-৩০ ও সি-১৩০ হারকিউলিস। খবর ইন্ডিয়া টুডের।
এর আগে, স্থানীয় সময় গত সোমবার (৩ জুন) বিকেলে ১৩ বিমানযাত্রীসহ নিখোঁজ হয় এন-৩২ উড়োজাহাজ। এটি আসামের জোরহাট থেকে অরুণাচলের মেনচুকায় চীন সীমান্তবর্তী এলাকায় যাচ্ছিলো। তবে উড্ডয়নের ৩৩ মিনিট পর উড়োজাহাজটির আর খোঁজ মেলেনি। উড়োজাহাজে ৮ জন ক্রু ও ৫ জন যাত্রী ছিল।
ভারতের বিমান বাহিনী জানায়, আকাশপথ ও স্থলপথ উভয় পথেই উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী সারারাত অভিযান পরিচালনা করেছে। উদ্ধার চেষ্টায় ব্যবহার করা হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন সামরিক প্রযুক্তি।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উড়োজাহাজটির সন্ধানে তদারকি করছেন। তিনি নিখোঁজ বিমানযাত্রীদের সুস্থতা কামনা করেছেন।
সারাবাংলা/ এনএইচ