Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদযাত্রায় সিরাজগঞ্জে সড়কে ঝরল ৪ প্রাণ


৪ জুন ২০১৯ ০৯:২৮

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন মারা গেছে। এতে আহত হয়েছেন অন্তত ২৩ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৪ জুন) ভোর ৪টার দিকে নগরবাড়ি-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার শিমলায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আতাউর রহমান শেখ (৩০) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ফজলুল শেখ (৪৫)।

আহতদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আব্দুল কাদির জিলানী জানান, ঢাকা থেকে যাত্রীবাহী একটি বাস গাইবান্ধা যাচ্ছিল। বাসটি নগরবাড়ি-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার শিমলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে। আহত ২৩ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ

সড়ক দুর্ঘটনা সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর