Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২


৪ জুন ২০১৯ ০২:৫৫ | আপডেট: ৪ জুন ২০১৯ ০৩:০৭

ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত অস্ত্র

চট্টগ্রাম ব্যুরো: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের পর দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত দুজন মহাসড়কে ডাকাতি করে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র‍্যাব) কর্মকর্তারা।

সোমবার (০৩ জুন) রাত সাড়ে ১২ টার দিকে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ব্রিজের পাশে মহাসড়ক সংলগ্ন বাইপাস সড়কে এই ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে থাকা র‍্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি মিমতানুর রহমান সারাবাংলাকে জানান, ঈদে ঘরমুখো যাত্রী বহনকারী গাড়ি আটকে ডাকাতির জন্য একদল ডাকাত মহাসড়কে জড়ো হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালাতে গেলে উভয়পক্ষে বন্দুকযুদ্ধ হয়।

ঘটনাস্থল থেকে দু’জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের পাশাপাশি ১টি বিদেশি পিস্তল,  ২টি ওয়ানশুটার গান ও ৩১ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তবে নিহত দু’জনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তা মিমতানুর।

সারাবাংলা/আরডি/এসবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্দুকযুদ্ধ বন্দুকযুদ্ধে নিহত র‍্যাব

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর