Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দরিদ্র মানুষের মাঝে হুয়াওয়ের ঈদসামগ্রী বিতরণ


৩ জুন ২০১৯ ১৭:১৪

ঢাকা: দেশে দরিদ্র মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। সোমবার (৩ জুন) নাটোরের সিংড়ায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দরিদ্র মানুষের হাতে ঈদসামগ্রী তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ সময় হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির পক্ষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করায় হুয়াওয়েকে ধন্যবাদ। সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে নাটোরের সিংড়ায় দরিদ্র মানুষদের সহায়তা করছে হুয়াওয়ে। আমি সবসময় এ ধরনের কার্যক্রমকে উৎসাহিত করি। হুয়াওয়ের মতো অন্যান্য কোম্পানিগুলোকেও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসা উচিৎ।’

হুয়াওয়ে বিশ্বের শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সেবাদানকারী প্রতিষ্ঠান। গ্রাহককেন্দ্রীক সেবা দেওয়ার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মিলে টেলিকম ও এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, কনজ্যুমার ও ক্লাউড কম্পিউটিং নিয়ে গঠনমূলক কাজ করছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি এর আইসিটি সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক (সিএসআর) কর্মকাণ্ডে সম্পৃক্ত।

সারাবাংলা/ইএইচটি/একে

ঈদসামগ্রী হুয়াওয়ে

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর